উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের কর্মসম্পাদনের সার্বিক চিত্র
সম্প্রতি অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা :
ক্স বিগত বছর সমূহের প্রধান অর্জন সমূহ :
* সরকারি সিদ্ধান্তের আলোকে প্রত্যেক শিক্ষার্থীর (ইবতেদায়ী,দাখিল ও মাধ্যমিক স্তর) জন্য বছরের প্রথম দিন বিনামূল্যের পাঠ্যপুস্তক পৌঁছে দেয়া হয়েছে। দেশব্যাপী অবরোধ,হরতাল তথা সন্ত্রাসের ভয়-ভীতি উপেক্ষা করে এবং উপজেলার সকল শিক্ষক-কর্মচারীকে ঐক্যবদ্ধ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায় পাঠ্যপুস্তক দিবস উদযাপনের দূরুহ কাজটি সম্পন্ন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে ২০১৯ সালে উপজেলার ইবতেদায়ী, দাখিল এবং মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট ৭১১২৫৪কপি পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়েছে। বর্তমান সরকারের ধারাবাহিক তৃতীয় মেয়াদে উপজেলার ০৮টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে এবং ০৩টি স্থাপন কাজ চলমান। এ ল্যাব সমূহ ব্যবহার করে শিক্ষার্থী সহ এলাকার যুব সমাজ ল্যার্ণিং এন্ড আর্ণিং এর মাধ্যমে উপার্জনের পথ খুঁজে পাচ্ছেন। বর্তমানে উপজেলার ১০১টি শিক্ষা প্রতিষ্ঠানে (বিদ্যালয় ৬৪টি,মাদ্্রাসা ২৪টি এবং কলেজ ১৩টি) মাল্টিমিডিয়া সামগ্রী (১টি প্রজেক্টর, ১টি ল্যাপটপ, ১টি স্ক্রিণ, ১টি মডেম এবং ১টি পেনড্রাইভ) প্রদানের মাধ্যমে ডিজিটাল ক্লাশরুম করা হয়েছে। অনলাইন এম,পি,ও কার্যক্রমের মাধ্যমে উপজেলার এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আবেদন অনুযায়ী সেবা সরকারি পরিপত্রের আলোকে প্রদান করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে মতবিনিময় সভার আয়োজন করে সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের অপব্যবহার,বাল্য বিবাহ ইত্যাদি সামাজিক কুসংস্কার রোধে সচেতনতা সৃষ্টি সহ শিক্ষার সহায়ক পরিবেশ বজায় রাখার বিষয়ে কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। বিভিন্ন সময়ে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের জন্য মনোনয়ন প্রদান এবং ডিজিটাল কনটেন্ট তৈরিতে শিক্ষকদের ওহযড়ঁংব ঞৎধরহরহম এর ব্যবস্থা করা হয়েছে। সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষা গ্রহণে শিক্ষা প্রতিষ্ঠান সমূহেকে উদ্বুদ্ধ করণ এবং নোট/গাইড বই ব্যবহারে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নিরুৎসাহিত করণ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS